সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে শুক্রবার (২৪ অক্টোবর ) সন্ধ্যা ৮টায় কামালপুর গ্রামের শেখ ডালিমের বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের নেতা শেখ নাঈমের সভাপতিত্বতে পৌর ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা।প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,পৌর সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খয়ের ,সদস্য সুয়েল আহমদ ,সেচ্ছাসেবকদল নেতা শরিফ উদ্দিন ,পৌর ছাত্রদল নেতা জসিম উদ্দিন জিসান ,আরিফ আহমদ ,ইমরান হোসেন,আমজাদ আহমদ ,ইমন আহমদ ,এনাম আহমদ ,ইসরাইল আহমদ ,লাভীব আহমদ ,এমরান আহমদ ,জিসান আহমদ ,শিহাব উদ্দিন ,মেহেদি আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী, আমাদের সবার শ্রদ্ধাভাজন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ম্যাডাম সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ধানের শীষের কান্ডারী।তার নেতৃত্বে আমরা এই আসনটি পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর।
বক্তারা আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবন্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়ে ,তাহসিনা রুশদী লুনা ম্যাডামের পক্ষে কাজ করুন। তার বিজয় মানেই আমাদের সবার বিজয়, গণতন্ত্রের বিজয়।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন পৌর ছাত্রদল নেতা আব্দুর রহমান ডালিম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য ইমরান আহমদ। শেষে উপস্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।


















