ইংল্যান্ডভিত্তিক জনপ্রিয় ক্রিকেট গণমাধ্যম ‘ক্রিকেট ৩৬৫’ এর করা বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
লাক্কাতুরা চা বাগানের মনোরম সবুজে ঘেরা এ ভেন্যুটি তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। সিলেট নগরীর বিমানবন্দর সড়কের পাশে অবস্থিত এই স্টেডিয়ামটি নির্মিত হয় ২০০৭ সালে। পরবর্তীতে ২০১৪ সালের ১৭ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক ঘটে স্টেডিয়ামটির।
এর পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজের আয়োজক হিসেবে ব্যবহার করে আসছে এ ভেন্যুটি।
ক্রিকেট ৩৬৫ তাদের প্রতিবেদনে সিলেট স্টেডিয়ামকে বর্ণনা করেছে এইভাবে—
“বাংলাদেশের উত্তর-পূর্বে পাহাড় ও সবুজ চা বাগানের মাঝখানে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি চোখের জন্য এক অপূর্ব সৌন্দর্যের স্থান। মাঠের চারপাশের নির্মল সবুজ পরিবেশ দেখে মনে হয় যেন কোনো সবুজ স্বর্গের মাঝখানে ক্রিকেট খেলা হচ্ছে। বিশেষ করে সকাল কিংবা গোধূলির আলোয় পাহাড়ের কুয়াশা ও সূর্যের আলোয় মাঠের সৌন্দর্য আরও বেড়ে যায়।”
ক্রিকেট ৩৬৫’র তালিকার অন্যান্য স্টেডিয়ামগুলো হলো:
নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম (দক্ষিণ আফ্রিকা), অ্যাডিলেড ওভাল (অস্ট্রেলিয়া), ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম (ভারত), গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম (পাকিস্তান), ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (সেন্ট লুসিয়া, ওয়েস্ট ইন্ডিজ) এবং লর্ডস ক্রিকেট স্টেডিয়াম (ইংল্যান্ড)।


















