দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির তিন নেতা ও একজন ছাত্রদল নেতার দলীয় পদ স্থগিত করেছে বিএনপি।
মঙ্গলবার (৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনের বিএনপির প্রার্থী হিসেবে শওকতুল ইসলাম শকুর নাম ঘোষণা হওয়ার পর দলীয় নির্দেশনা না মেনে আনন্দ মিছিল বের করা হয়।
এই ঘটনায় দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মন ও কুলাউড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিকের সাংগঠনিক পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।


















