আজ রাত থেকেই বাংলাদেশে শুরু হলো মহান বিজয়ের মাস ডিসেম্বর। রাত পেরিয়ে ডিসেম্বরের প্রথম প্রহরেই বাঙালি জাতি স্মরণ করছে ১৯৭১-এর ত্যাগ, সংগ্রাম ও গৌরবের স্মৃতি।
মাত্র কয়েক ঘণ্টা আগেই যাত্রা শুরু করেছে বিজয়ের মাস। স্বাধীনতার সুবর্ণ ইতিহাসকে সামনে রেখে দেশজুড়ে তৈরি হচ্ছে নানা আয়োজনের প্রস্তুতি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুরো মাসজুড়েই পালন করবে বিভিন্ন কর্মসূচি।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে সাজসজ্জার কাজ শুরু হয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস জানাতে পরিকল্পনা নেওয়া হচ্ছে নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের।
বিজয়ের মাসে প্রবেশের সঙ্গে সঙ্গে জাতি আবারও স্মরণ করছে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, আর স্বাধীনতার মহান অর্জনকে।


















