২০২১ সালে পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশের পর অবশেষে প্রতিশোধ নিল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে টাইগাররা। তবে পুরো প্রতিশোধের গল্পটা এখনও বাকি, কারণ পাকিস্তানের মাটিতে বাংলাদেশ হেরেছিল ৩-০ তে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুরে আজ (২২ জুলাই) ৮ রানের এক রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শেষ ১২ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ২৮ রান, হাতে ছিল ২ উইকেট। একসময় ম্যাচটা হেলে পড়েছিল সফরকারীদের দিকেই। ১৯তম ওভারে রিশাদ হোসেনের ৫ বলে ১৫ রান দিয়ে দিলে উত্তেজনা চরমে ওঠে। তবে ওভারের শেষ বলে ফাহিম আশরাফকে বোল্ড করে ম্যাচে ফেরেন রিশাদ।
শেষ ওভারে সমীকরণ দাঁড়ায়—৬ বলে ১৩ রান, ১ উইকেট বাকি। মুস্তাফিজুর রহমানের প্রথম বলে চার মারেন আহমেদ দানিয়াল। কিন্তু দ্বিতীয় বলেই মিডউইকেটে শামীম হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে ম্যাচ শেষ করেন তিনি। টাইমিং ছিল ঠিকই, কিন্তু বাউন্ডারি লাইনের আগেই ধরা পড়ে যান।
এর আগে, বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে সংগ্রহ করে ১৩৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জাকের আলী অনিক। গুরুত্বপূর্ণ সময়েই ৩৩ রানের ইনিংস আসে শেখ মেহেদীর ব্যাট থেকে। তারা যখন ব্যাট করতে নামে, তখন দলীয় স্কোর ছিল মাত্র ২৮ রানে ৪ উইকেট! সেখান থেকেই গড়ে তোলেন ৫৫ রানের জুটি।
পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন সালমান মির্জা, আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধসে পড়ে পাকিস্তান। শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের তোপে মাত্র ১৫ রানে পড়ে তাদের ৫ উইকেট! এরপর শেখ মেহেদী তুলে নেন আরও দুইটি উইকেট, পাকিস্তান দাঁড়ায় ৪৭/৭। সেখান থেকেই একা হাতে লড়াই চালিয়ে যান ফাহিম আশরাফ। আব্বাস আফ্রিদি (১৯) ও আহমেদ দানিয়ালের (১৭) সঙ্গে গড়েন দুটি ছোট জুটি।
তবে শেষ পর্যন্ত ৫১ রান করেও ম্যাচ টানতে পারেননি ফাহিম। বাংলাদেশের হয়ে শরীফুল নেন সর্বোচ্চ ৩ উইকেট।
📌 গুরুত্বপূর্ণ পরিসংখ্যান:
- সিরিজ: বাংলাদেশ ২-০ পাকিস্তান
- ম্যাচ সেরা: জাকের আলী অনিক
- সর্বোচ্চ উইকেট: শরীফুল ইসলাম (৩টি)
- ম্যাচ নির্ধারণকারী মুহূর্ত: মুস্তাফিজের দ্বিতীয় বলেই শেষ উইকেট


















