লাইসেন্স নবায়ন না করায় সিলেটসহ বিভিন্ন জেলায় ছয়টি ডায়াগনস্টিক সেন্টার ও একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়। সোমবার (১০ নভেম্বর) সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় পরিচালিত অভিযানে মোট ছয় লাখ আটাশি হাজার চারশ টাকা জরিমানা আদায় করা হয়।
অধিদপ্তরের সূত্রে জানা যায়, নবায়ন ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, একই মার্কেটের পূর্ব পাশে মেসার্স ল্যাব এইডকে ৪৫ হাজার টাকা, জৈন্তাপুরের একে টাওয়ারে অবস্থিত জৈন্তা পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা, বিয়ানীবাজারের আলম টাওয়ারে সেবা মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং সুনামগঞ্জের উকিলপাড়া এলাকার ইউনিক ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পরিবেশের ছাড়পত্র না নিয়ে ব্যবসা পরিচালনার দায়ে সিলেট নগরীর লামাবাজার এলাকার লা ভিস্তা হোটেলকে চার লাখ টাকা জরিমানা করা হয়। জলাধার ভরাটের অপরাধে হবিগঞ্জের চৌধুরীর বাজার এলাকার বাসিন্দা শংকর পাল ও গোপিনাথপুর এলাকার অমূল্য চন্দ্র দাসকে ৫৮ হাজার চারশ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় তারা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযানে আরও জানা যায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার ফয়সল স্পিন মিলে প্যারামিটারের মান না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স নবায়ন ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















