সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া চর লাউকাঠী গ্রামের বৃদ্ধা লালবরু বেগমের পাশে দাঁড়ালেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন আল মামুন।
বুধবার সকাল ১১টায় চর লাউকাঠী গ্রামে লালবরু বেগমের নিজ বাড়িতে গিয়ে তার হাতে ঈদ উপহার তুলে দেন যুবদল নেতা মামুন। উপহারের মধ্যে চাল, ডাল, কাপড়, মাছ, মাংস, আমসহ মোট ২০ ধরনের ঈদের বাজার ছিল।
এ সময় স্থানীয় ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা বৃদ্ধার খোঁজখবর নেন। যুবদল নেতারা বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকেই এই সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি একটি ভিডিওতে বৃদ্ধা লালবরু বেগমের করুণ জীবনচিত্র ভাইরাল হলে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন মহলে বিষয়টি আলোচনার জন্ম দেয়।


















