শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর হাতে স্মারকলিপি তুলে দেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকার।
স্মারকলিপিতে চারটি দাবি উত্থাপন করা হয়। এগুলো হলো—
দাবি–১: শাকসু নির্বাচন ঘোষণার পর ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে নিয়মবহির্ভূতভাবে সহিংস কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাম্পাসকে অস্থিতিশীল করা হয়েছে বলে অভিযোগ করেন ছাত্রদল নেতারা। তাদের দাবি, এই ধরনের ঘটনা শাবিপ্রবির প্রচলিত শান্তিপূর্ণ পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে। তাই সহিংসতার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
দাবি–২: সহিংসতায় জড়িতদের শাস্তির আওতায় আনার আগ পর্যন্ত নির্বাচনের তারিখ বিবেচনায় না নেওয়ার অনুরোধ জানানো হয়। তারা বলেন, একতরফাভাবে সহিংস গোষ্ঠীর প্রভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। পাশাপাশি শিক্ষক অবমাননা বা জনতা সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরিতে সংশ্লিষ্ট কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না।
দাবি–৩: গত ১০ মাস রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকায় সব ছাত্রসংগঠন বঞ্চিত ছিল—এ দাবি জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আংশিকভাবে ছাত্ররাজনীতি পুনরায় চালু করা হয়। তাই সব রাজনৈতিক সংগঠনের সহাবস্থান নিশ্চিত করে এবং যথাযথ প্রস্তুতির সময় দিয়ে ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
দাবি–৪: নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরিস্থিতি বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়। তাদের বক্তব্য, শাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল যেন জাতীয় নির্বাচনের পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে না পারে—সেদিকে প্রশাসনকে সতর্ক নজর রাখতে হবে।


















