দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পটুয়াখালীর বহুল প্রত্যাশিত লোহালিয়া সেতুর সংযোগ সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। এ সড়কটির দীর্ঘদিনের ভোগান্তি নিয়ে খবর পটুয়াখালী সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আদালতের নজরে আসে। আদালত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শনিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে পুনরায় কাজ শুরু হয়।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে সড়কের কাজ বন্ধ থাকায় তাদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও রোগী পরিবহনে এ দুরবস্থা মারাত্মক সমস্যার সৃষ্টি করেছিল। তাই কাজ শুরুর খবরে তারা খুশি ও আশাবাদী।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর বলেন, আদালতের নিষেধাজ্ঞার কারণে সড়কের কিছু অংশের কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, “আমরা যথাযথ মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার সর্বাত্মক চেষ্টা করছি।”
এদিকে স্থানীয়রা জানান, লোহালিয়া সেতু এবং এর সংযোগ সড়ক পুরো অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। সড়কটি সংস্কার কাজ শেষ হলে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তারা।