শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই স্মৃতি: শাবিপ্রবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিতর্কিত বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যোগ দিয়ে তিনি প্রায় ২৭ মিনিটের বক্তব্যের মধ্যে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। বক্তব্যের ১৭ মিনিট ২১ সেকেন্ড থেকে ১৮ মিনিট ১৪ সেকেন্ড পর্যন্ত অংশে তিনি একাধিকবার তীব্র সমালোচনা করেন।
সাদিক কায়েম দাবি করেন, “জুলাই আমাদের ঐতিহাসিক অর্জন।” তিনি বলেন, তাদের প্রজন্ম রাজনৈতিক দমন–পীড়ন, ক্যাম্পাসে নির্যাতনসহ নানা ঘটনার সাক্ষী। তার দাবি, এসব ঘটনার দায় সাবেক সরকারের নেতৃত্বের ওপর বর্তায়।
অন্যদিকে তিনি আরও বলেন, বর্তমান পরিবর্তনের পেছনে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল এবং তাদের ‘ত্যাগ’ এ পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। শিবিরের নেতৃবৃন্দের দাবি, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও সংগঠনটি শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবিপ্রবি শাখা শিবিরের সভাপতি তারেক মনোয়ার এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাসুদ রানা তুহিন। এ ছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।


















