মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বুদ্ধিদীপ্ত ছদ্মবেশী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক ব্যবসায়ী স্বপন মিয়া (৩৪)। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সীমান্ত এলাকা ঘিরে চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশের তৎপরতা আঁচ করলেই তিনি পালিয়ে যেতেন। এলাকায় তার কয়েকজন সোর্স থাকায় প্রতিবারই গ্রেপ্তার এড়াতে সক্ষম হতেন।
এ অবস্থায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় এএসআই শরাফত আলী একটি ব্যতিক্রমী কৌশল গ্রহণ করেন। ছদ্মবেশে নারী বোরকা পরে তিনি এবং তার সঙ্গে থাকা ফোর্স সদস্য মো. রোকন উদ্দিন স্বামী সেজে মোটরসাইকেল যোগে স্বপনের বাড়িতে প্রবেশ করেন। ঘরে ঢোকার পর দেখা যায়, স্বপন মিয়া বিছানায় বিশ্রামে ছিলেন। আকস্মিক পরিস্থিতিতে তিনি পালানোর সুযোগ পাননি এবং পুলিশ ঘটনাস্থলেই তাকে আটক করে।
এএসআই শরাফত আলী বলেন, “দীর্ঘদিন ধরে তাকে ধরার চেষ্টা চলছিল। সে অত্যন্ত কৌশলী ছিল এবং পুলিশি উপস্থিতি টের পেলেই পালিয়ে যেত। তাই এবার পরিকল্পনা বদলে ছদ্মবেশে অভিযান চালানো হয় এবং আমরা সফল হই।”
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। অপরাধীরা যত চতুর হোক, পুলিশ প্রয়োজনীয় কৌশল প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনবেই।”
গ্রেপ্তার স্বপন মিয়াকে থানায় রাখা হয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করার কথা রয়েছে।


















