সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলো ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলা শাখা। আর্থিক অস্বচ্ছলতার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন বিলীন হওয়ার পথে থাকা সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী স্মৃতি রানী বালাকে পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।
ডাকুয়া ইউনিয়নের বাসিন্দা ও গলাচিপা সরকারি কলেজের ছাত্রী স্মৃতি রানী বালা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এইচএসসি পাশ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে পারিবারিক অর্থনৈতিক সংকট ও নানা প্রতিবন্ধকতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এই পরিস্থিতিতে বিষয়টি জানতে পেরে ইসলামী ছাত্রশিবির গলাচিপা উপজেলা শাখার নেতৃবৃন্দ তাঁর পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। পরে বিষয়টি সাবেক জেলা শিবির সভাপতি ও পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর অন্যতম নেতা অধ্যাপক ইয়াহিয়া খানকে জানানো হয়। মানবিক সহানুভূতি থেকে তিনি স্মৃতি রানীর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
গতকাল (৯ জুলাই) বাদ মাগরিব অধ্যাপক ইয়াহিয়া খান নিজ কার্যালয়ে স্মৃতি রানী বালাকে এককালীন ১০,০০০ টাকা সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা শিবিরের সেক্রেটারি কাজী খায়রুল হাসান, অফিস সম্পাদক সিফাত, উপজেলা জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন, সেক্রেটারি সানাউল্লাহ সামীম, সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক খলিলুর রহমান, জামায়াত নেতা হাফেজ ফেরদৌসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্মৃতি রানী বালা বলেন, “ইসলামী ছাত্রশিবির একটি ইসলামী সংগঠন হয়েও যেভাবে আমার দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে, তা আমি কখনও ভুলবো না। আমি চেষ্টা করবো উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করতে।”
স্থানীয় মহলে ইসলামী ছাত্রশিবিরের এই উদ্যোগকে আন্তঃধর্মীয় সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।


















