পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে লিটন দাসের দল।
গত সিরিজে পাকিস্তানের মাটিতে ধবলধোলাই হয়ে ফিরেছিল টাইগাররা। এবার ঘরের মাঠে প্রতিপক্ষকে জবাব দেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। আজকের ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। একাদশে জায়গা পেয়েছেন ওপেনার নাঈম শেখ ও পেসার শরীফুল ইসলাম। বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম ও তাসকিন আহমেদ।
অন্যদিকে পাকিস্তান একাদশে এসেছে একটি পরিবর্তন। স্পিনার আবরার আহমেদের পরিবর্তে জায়গা পেয়েছেন ২৮ বছর বয়সী পেসার আহমেদ দানিয়াল, যিনি আজই প্রথমবারের মতো পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন।
বাংলাদেশের একাদশ:
পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।


















