আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের সবারই পেশা ব্যবসা। অপরদিকে তাদের স্ত্রীদের পেশা গৃহিণী। প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।
হলফনামা অনুযায়ী, সিলেট-১ আসনের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বার্ষিক আয়ের দিক থেকে জামায়াতের প্রার্থীদের মধ্যে শীর্ষে রয়েছেন। অপরদিকে মামলার সংখ্যায় এগিয়ে রয়েছেন সিলেট-৬ আসনের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
সিলেট-১
সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেশায় ব্যবসায়ী এবং শিক্ষাগত যোগ্যতায় কামিল। হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ২০ লাখ ৫২ হাজার ২৮০ টাকা। অস্থাবর ও স্থাবর সম্পদ মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৪ লাখ টাকা। তার বিরুদ্ধে বর্তমানে কোনো চলমান মামলা নেই, তবে একটি মামলা নিষ্পত্তি হয়েছে। তার স্ত্রী হামিদা রহমান গৃহিণী; তার কোনো আয় বা সম্পদ নেই।
সিলেট-২
সিলেট-2 আসনের প্রার্থী মো. আব্দুল হান্নান এম.কম ডিগ্রিধারী ও পেশায় ব্যবসায়ী। তার বার্ষিক আয় ৯ লাখ ৫৪ হাজার টাকা। অস্থাবর সম্পদ ৮২ লাখ ৩৫ হাজার ৬১১ টাকা এবং স্থাবর সম্পদ ৭৮ লাখ ৭ হাজার ৩৭৮ টাকা। তার বিরুদ্ধে কোনো চলমান মামলা নেই, একটি মামলা নিষ্পত্তি হয়েছে। তার স্ত্রী মাহফুজা হান্নান বর্তমানে গৃহিণী, যদিও অতীতে শিক্ষকতা করেছেন।
সিলেট-৩
সিলেট-৩ আসনের প্রার্থী লোকমান আহমদ কামিল ডিগ্রিধারী ও পেশায় ব্যবসায়ী। পাঁচ সন্তানের জনক লোকমান আহমদের বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা চলমান এবং ১০টি মামলা নিষ্পত্তি হয়েছে। তার বার্ষিক আয় ৫ লাখ টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ ২১ লাখ টাকা এবং স্থাবর সম্পদ রয়েছে ১ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ১৯২ টাকা, যা ছয় প্রার্থীর মধ্যে সর্বোচ্চ। তিনি ১০ ভরি স্বর্ণের মালিক বলে হলফনামায় উল্লেখ করেছেন।
সিলেট-৪
সিলেট-৪ আসনে জামায়াতের প্রার্থী মো. জয়নাল আবেদীন এমএসএস ডিগ্রিধারী ও পেশায় ব্যবসায়ী। তার বার্ষিক আয় ৫ লাখ ৩৫ হাজার টাকা। মোট ঘোষিত সম্পদের পরিমাণ ১ কোটি ২৯ লাখ ২২ হাজার ৮৭৯ টাকা। তার বিরুদ্ধে কোনো চলমান মামলা নেই, তবে সাতটি মামলা নিষ্পত্তি হয়েছে। তার স্ত্রী রোজিনা বেগম গৃহিণী।
সিলেট-৫
সিলেট-৫ আসনের প্রার্থী হাফিজ মো. আনওয়ার হোসাইন খান কামিল ডিগ্রিধারী ও পেশায় ব্যবসায়ী। তার বার্ষিক আয় ৪ লাখ ৫২ হাজার ৮৭০ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ২৪ লাখ ৫২ হাজার ৮৭০ টাকা। তার বিরুদ্ধে কোনো চলমান মামলা নেই, তবে ২২টি মামলা নিষ্পত্তি হয়েছে। তার স্ত্রী মাহবুবা বেগম জেসমিন গৃহিণী।
সিলেট-৬
সিলেট-৬ আসনের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এমএ ডিগ্রিধারী ও পেশায় ব্যবসায়ী। তার বিরুদ্ধে বর্তমানে একটি মামলা চলমান এবং ৪৩টি মামলা নিষ্পত্তি হয়েছে, যা এই ছয় আসনের মধ্যে সর্বোচ্চ। তার বার্ষিক আয় ৭ লাখ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৫৫ লাখ ২৬ হাজার ৪০০ টাকা। তার স্ত্রী হোসনে আরা বেগম চৌধুরী গৃহিণী।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও।

















