সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপ আর নেই।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) ভোর ৫ ঘটিকার সময় মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অল্প কিছুদিন হলো দীপ স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া প্রবাসী হন। পড়াশোনার পাশাপাশি সেখানেও তিনি কনটেন্ট তৈরির কাজ চালিয়ে যাচ্ছিলেন।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের মধ্যে নেমে আসে গভীর শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দীপকে স্মরণ করে শত শত মানুষ শোকবার্তা দিচ্ছেন।
দীপ ছিলেন সিলেটের তরুণদের কাছে এক অনুপ্রেরণার নাম। হাস্যরসাত্মক ও সামাজিক বার্তাধর্মী কনটেন্টের মাধ্যমে তিনি খুব অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
সহকর্মীরা জানিয়েছেন, দীপ ছিলেন মিশুক, বিনয়ী ও পরিশ্রমী একজন তরুণ। তাঁর অকাল প্রয়াণে স্থানীয় কনটেন্ট নির্মাতা মহল ও অনলাইন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মরদেহ মালয়েশিয়াতেই প্রাথমিকভাবে হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে দেশে আনার বিষয়ে পরিবারের সঙ্গে দূতাবাস যোগাযোগ রাখছে বলে জানা গেছে।


















