সিলেটে ‘ডেভিল হান্ট ফেইজ-টু’ শীর্ষক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আশ্রব আলী (৫৫)। তিনি সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি জালালাবাদ থানার কালীরগাঁও এলাকায়। তিনি মৃত আজন আলীর ছেলে।
পুলিশ জানায়, রবিবার (৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে জালালাবাদ থানাধীন লন্ডনী রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আশ্রব আলী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জালালাবাদ ইউনিয়ন পরিষদের (১নং) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত জালালাবাদ থানার মামলা নং-১১/১৪৮, তারিখ-২৭/১০/২০২৪ অনুযায়ী The Explosive Substances Act, 1908-এর ৩/৪ ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০৭/৩২৩/৩২৫ ধারায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,
“গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”


















