’
সিলেটে স্বতঃস্ফূর্ত আয়োজনে সাংবাদিকদের জন্য একটি সম্মানিত পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর নাম ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’। এখন থেকে প্রতি বছর ছয়টি ক্যাটাগরিতে আর্থিক সম্মানীসহ এ পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার মাধ্যমে এবং অপর তিনটি ক্যাটাগরিতে সম্মাননা হিসেবে পুরস্কার দেওয়া হবে।
ফটোগ্রাফি, মাল্টিমিডিয়া ও টেলিভিশন রিপোর্টিং বিভাগে নির্ধারিত বিশেষ বিষয়ের ওপর নিজস্ব প্রতিবেদন, ছবি বা ভিডিও জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। পাশাপাশি মরণোত্তর সম্মাননা, বরেণ্য সাংবাদিক সম্মাননা এবং মফস্বল সাংবাদিকতায় বিশেষ সম্মাননা প্রদান করা হবে। ছয়টি ক্যাটাগরির জন্য একটি জুরি বোর্ড গঠন করা হবে, যারা চূড়ান্তভাবে বিজয়ীদের নির্বাচন করবে এবং আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।
সিলেটের বরেণ্য লেখক, গোলাপগঞ্জ–বিয়ানীবাজার সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাওলানা রশীদ আহমদ-এর স্মৃতিরক্ষায় এই পুরস্কারের ঘোষণা দেন তাঁর সহোদর ভাই, বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজর আ ম অহিদ আহমদ।
বৃহস্পতিবার রাতে সিলেট নগরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সহসভাপতি ও উদ্যোক্তা প্রতিষ্ঠান মিডিয়াগাইড-এর নির্বাহী প্রধান মো. ফয়ছল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শতবর্ষী সাংবাদিকতার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুকতাবিস উন নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি রুহুল ফারুক, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমার দেশ-এর সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, ইমজার সভাপতি আশরাফুল কবির, অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন সিলেট-এর সভাপতি আহবাব মোস্তফা খান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন এবং উইমেন জার্নালিস্ট ক্লাবের সেক্রেটারি শাকিলা ববি।
দেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি ও সিলেট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক খালেদ মেহেদী-র প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহসভাপতি এম এ হান্নান, দৈনিক নয়া দিগন্ত-এর সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, দৈনিক প্রভাত বেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক ইনকিলাব-এর ব্যুরো প্রধান ফয়সাল আমিন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সিলেট ব্যুরো প্রধান আহমদ মারুফ, সিলেট প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও মানবাধিকারকর্মী মুহিবুর রহমান, দৈনিক ডেসটিনি’র সিলেট প্রতিনিধি আমীরুল ইসলাম চৌধুরী এহিয়া, ডেইলি নিউ নেশন ও দৈনিক জনকণ্ঠের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, দৈনিক একাত্তরের কথা’র বার্তা সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, দৈনিক জালালাবাদ-এর যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, সিলেট ভয়েস-এর প্রকাশক সেলিনা চৌধূরী, সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার কাউসার চৌধূরী, সিলেট প্রেসক্লাবের নির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স, কনটেন্ট ক্রিয়েটর আব্দুর রহমান হীরা, জেলা প্রেসক্লাব সদস্য রায়হান উদ্দিন, কলাম লেখক আসাদুল হক আসাদ, মানবাধিকারকর্মী শাহান উদ্দিন নাজু, এনটিভির মাল্টিমিডিয়া রিপোর্টার তারেক আহমদ, ভোরের ডাক-এর সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, কবি ও সাংবাদিক হাফিজ লোকমান আহমদ, দৈনিক শুভ প্রতিদিন-এর স্টাফ রিপোর্টার মাহমুদ খান, ফটো সাংবাদিক শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন আজাদ, গ্লোবাল সিলেট-এর পোর্টাল রিপোর্টার ও মাল্টিমিডিয়া রিপোর্টার নাঈম মাহবুব। জিবি সংবাদ-এর স্টাফ রিপোর্টার মনসুর আহমদ মুন্না সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা
প্রধান অতিথির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, এডভোকেট মাওলানা রশীদ আহমদ ছিলেন স্পষ্টভাষী ও স্বপ্নবান মানুষ। সমাজের জন্য কাজ করাই ছিল তাঁর ব্রত। তাঁর স্মরণে গৃহীত এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটি নিয়মিতভাবে অব্যাহত রাখা জরুরি।
আ ম অহিদ আহমদ বলেন, আমরা আমাদের ভাইয়ের স্মৃতি ও স্বপ্নকে সামনে রেখে এই অ্যাওয়ার্ডের যাত্রা শুরু করেছি। সাংবাদিক সমাজের সহযোগিতায় এটি দীর্ঘস্থায়ী হবে বলে আমরা বিশ্বাস করি।


















