সিলেটে নিজ বাড়ির ছাদে আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের প্রয়াত সালিস ব্যক্তিত্ব মৌলুল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ফজরের নামাজ শেষে হাঁটার জন্য বাসার ছাদে উঠেছিলেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবার তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাটির রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।


















