সিলেট মহানগরে প্যাডেল চালিত রিকশার ভাড়া নির্ধারণ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সোমবার (৩ নভেম্বর) এসএমপি সদর দপ্তর থেকে এ বিষয়ে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট শহরের বিভিন্ন পয়েন্ট থেকে যাতায়াতের জন্য নতুন করে প্রস্তাবিত রিকশা ভাড়ার হার নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় নগরীর রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, চাকরিজীবী, ছাত্র-ছাত্রী এবং প্যাডেল রিকশা সমিতির মতামত নেওয়া হয়েছে।
নগরবাসীর কাছ থেকেও মতামত আহ্বান করেছে এসএমপি। যে কেউ নিজের মতামত পাঠাতে পারবেন pcsmp@police.gov.bd ঠিকানায়, যোগাযোগ করতে পারবেন ০১৩২০-০৬৯৯৯৮ নম্বরে কিংবা ‘Sylhet Metropolitan Police – SMP’ ফেসবুক পেজে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত রুটের বাইরে যাতায়াতের ক্ষেত্রে প্রতি ১০০ গজের জন্য অতিরিক্ত ১০ টাকা ভাড়া প্রযোজ্য হবে।
এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) বলেন, “নগরবাসীর মতামত নিয়ে আলোচনার মাধ্যমে প্রস্তাবিত ভাড়ার তালিকা চূড়ান্ত করা হবে। এই তালিকা ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে।”
প্রস্তাবিত ভাড়ার তালিকা অনুযায়ী—
- জিন্দাবাজার থেকে লামাবাজার, মিরাবাজার, আম্বরখানা ও ভাতালিয়া পর্যন্ত ভাড়া ৩০ টাকা।
- সুবিদবাজার, পাঠানটুলা, শেখঘাট ও শাহী ঈদগাহ পর্যন্ত ৪০ টাকা।
- শিবগঞ্জ ও ওসমানী মেডিক্যাল পর্যন্ত ৫০ টাকা।
- বালুচর, টিলাগড়, বাগবাড়ি, চৌকিদেখি, পাঠানটুলা ও মদিনা মার্কেট পর্যন্ত ৬০ টাকা।
- জিন্দাবাজার থেকে বাস টার্মিনাল পর্যন্ত ৮০ টাকা।
- নতুন ব্রীজ থেকে দক্ষিণ সুরমা টার্মিনাল পর্যন্ত ৭০ টাকা।
- কোর্ট পয়েন্ট থেকে টিলাগড় পর্যন্ত ৬০ টাকা।
- কুমারগাঁও বাস টার্মিনাল পর্যন্ত সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
নগরজুড়ে ভাড়ার এ প্রস্তাবিত তালিকা নিয়ে সাধারণ যাত্রী ও রিকশাচালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


















