সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিসবাউল করিম রফিক (৩০) গ্রেফতার হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার টুকেরবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে রফিককে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিককে ধরা হয়। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে তাকে আদালতে উপস্থাপন করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


















