সিলেটের তরুণ সমাজকর্মী ও মিডওয়াইফ আয়শা সিদ্দিকা প্রিয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
আয়শা সিদ্দিকা প্রিয়া তার পোস্টে বলেন, “আমি একজন সমাজকর্মী, স্বেচ্ছাসেবী, মিডওয়াইফ। সেবাই আমার ধর্ম। সেই জায়গা থেকে আমার নির্দলীয় নিরপেক্ষ থাকা উচিত, তাই আমি দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও জানান, কয়েকবার চেষ্টা করেও আগের সিদ্ধান্ত বাস্তবায়ন না হলেও গত ১০ অক্টোবর তিনি লিখিতভাবে পদত্যাগপত্র জেলা কমিটিতে জমা দেন এবং কেন্দ্রীয় নেতাদেরও বিষয়টি অবহিত করেন।
পদত্যাগের কারণ হিসেবে প্রিয়া বলেন, “আমার পরিবার ও সংগঠনের সহকর্মীরা চেয়েছেন আমি যেন রাজনীতির বাইরে থেকে মানুষের সেবা করি। তাই নিরপেক্ষ থেকে সমাজসেবায় যুক্ত থাকাই এখন আমার লক্ষ্য।”
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন আয়শা সিদ্দিকা প্রিয়া। পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার ১নং যুগ্ম সদস্য সচিব ও পরবর্তীতে ভারপ্রাপ্ত মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সিলেট জেলা এনসিপি’র সদস্য হিসেবে যুক্ত হন।
নিজের সংক্ষিপ্ত রাজনৈতিক পথচলা প্রসঙ্গে তিনি বলেন, “আমার এই পথচলা ছিল একদম স্বচ্ছ ও সৎ। কোনো ঝামেলা, হামলা বা মামলা কোনো কিছুর সাথেই আমি জড়াইনি।”
রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে প্রিয়া আরও যোগ করেন, “আসলে আমার দ্বারা রাজনীতি হবে না, আমার দ্বারা মানুষের সেবা হবে। আমি চাই সবাই আমাকে নিরপেক্ষভাবে চিনুক, ভালোবাসুক।”
পদত্যাগের পর তিনি এনসিপির সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এনসিপিতে থেকে সবার ভালোবাসা পেয়েছি। সকলের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল। দেশের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামব ইনশাআল্লাহ। সবার আগে বাংলাদেশ।” 🇧🇩


















