সিলেট কমিউনিটি নাপলী (ইতালি) শাখায় গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন ফেঞ্চুগঞ্জের সন্তান মহসিন কামাল ও সাহেল আজিজ চৌধুরী। মহসিন কামাল সংগঠনটির নাপলী শাখার সিনিয়র সহ সভাপতি এবং সাহেল আজিজ চৌধুরী সাংগঠনিক সম্পাদক পদে পদায়িত হয়েছেন। তিনি ফেঞ্চুগঞ্জের দনারাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বেত্রীকুল পরগনার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আব্দুল বাছিত এর ছেলে। মহসিন কামালের গ্রামের বাড়ি ফেঞ্চুগঞ্জের কটালপুর পূর্ব পাড়ায় এবং সাহেল আজিজ চৌধুরীর গ্রামের বাড়ি একই উপজেলার দনারাম গ্রামে। তারা দুজনই দেশে থাকাকালীন সময়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট ছিলেন। দায়িত্ব পালনে তারা সকলের সহযোগীতা কামনা করেছেন।
উল্লেখ্য, সিলেট কমিউনিটি নাপলী (ইতালি) শাখার সভাপতি হিসেবে তোফায়েল আহমেদ খান ও সাধারণ সম্পাদক হিসেবে জুনেদ আহমদকে মনোনীত করা হয়েছে।


















