পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব প্রস্তুতি ঠিক থাকলে আগামী ১ জানুয়ারি তিনি সিলেট সফরে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। অতীতের ধারাবাহিকতা অনুযায়ী এবারও সিলেট থেকেই দলীয় নির্বাচনী প্রচার শুরু করার পরিকল্পনা রয়েছে।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি রাজধানীর গুলশানের ঢাকা-১৭ সংসদীয় আসন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানান, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি ইসি অনুমোদন দিয়েছে।
এর আগে শনিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রয়োজনীয় তথ্য ও বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করে ভোটার হওয়ার আবেদন করেন তারেক রহমান। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদেশে অবস্থানের কারণে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় তারেক রহমান ভোটার হতে পারেননি। দীর্ঘদিন পর এবার তিনি আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন।


















