আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখা তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে।
বুধবার দুপুর ২টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে জেলা শাখার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আবু জাফর, এবং বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সভাপতি নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহ্বায়ক মাছুমা খানম, চা শ্রমিক ফেডারেশনের রত্না বসাক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মামুন বেপারি এবং অন্যান্যরা।
সভায় বক্তারা নির্বাচন প্রক্রিয়ায় আরপিও সংশোধনীর বিরোধিতা জানিয়ে বলেন, প্রার্থীর জামানত ও ব্যয়সীমা বাড়ানো ধনীদের স্বার্থে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করার প্রচেষ্টা। তারা অবিলম্বে সংশোধনী বাতিলের দাবি জানান। এছাড়াও, সরকার ও নির্বাচন কমিশনের প্রতি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণার আহ্বান জানানো হয়।
সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, বাসদ জেলা সদস্য সচিব ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক প্রণব জ্যোতি পাল আগামী সংসদ নির্বাচনে সিলেট-১ (সদর ও সিটি করপোরেশন) আসনের প্রার্থী হবেন।


















