ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে যে টানাপোড়েন চলছিল, তা এখন প্রশমনের পথে।
দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছেন।
অন্যদিকে, একই আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে ভিন্নভাবে মূল্যায়ন করার ইঙ্গিত পাওয়া গেছে।
সূত্র জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুমায়ুন কবির উন্নয়নভিত্তিক প্রচারণা চালিয়ে এলাকায় ব্যাপক সাড়া পেলেও, তাকে আরও বড় পরিসরে দায়িত্ব দেয়ার বিষয়ে ভাবছে হাইকমান্ড। ফলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতেও পারেন।
এদিকে, বিশ্বনাথ ও ওসমানীনগরের জনগণ এবং দলের নেতা-কর্মীদের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় আহ্বান জানিয়েছেন তাহসিনা রুশদীর লুনা।
তিনি সবাইকে সংযম ও দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়ে লিখেছেন—
“কাউকে অসম্মান করে কখনো নিজে সম্মানিত হওয়া যায় না।”
লুনা আরও বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি ঘরে ঘরে পৌঁছে দেয়ার কাজ এখনই শুরু করতে হবে। এটিই নেতাকর্মীদের সবচেয়ে বড় দায়িত্ব। সময় নষ্ট না করে নিষ্ঠার সঙ্গে কাজ করলে ইনশাআল্লাহ সফল হবো আমরাই।”
দলীয় সূত্রে জানা গেছে, গত রবিবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় বৈঠকে সিলেট বিভাগের ১৯টি আসন নিয়ে আলোচনা হয়।
সেখানে সবার নজর ছিল সিলেট-২ আসনের দিকে, কারণ এখানকার দুই মনোনয়নপ্রত্যাশী লুনা ও হুমায়ুনের সমর্থকদের মধ্যে সম্প্রতি সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
গত ৯ অক্টোবর বাসিয়া ব্রিজ এলাকায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন, যা পরে পুলিশ নিয়ন্ত্রণে আনে।
এরপর থেকেই পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল দলের উচ্চপর্যায়।
সূত্রের দাবি, তৃণমূলের মতামত, রাজনৈতিক প্রভাব, ও জনপ্রিয়তা বিবেচনায় ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাচ্ছেন তাহসিনা রুশদীর লুনা।
ইলিয়াস আলীর অনুপস্থিতিতে দীর্ঘ এক যুগ ধরে তিনি এলাকায় বিএনপির সংগঠন ধরে রেখেছেন, হামলা-মামলার মাঝেও কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন।
দলের প্রতি তার ত্যাগ ও ইলিয়াস পরিবারের জনপ্রিয়তা তাকে অগ্রাধিকার দিয়েছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, হুমায়ুন কবির প্রবাসী হওয়ায় স্থানীয় রাজনীতিতে তুলনামূলক কম সক্রিয় ছিলেন।
তবু তার কেন্দ্রীয় ও আন্তর্জাতিক সংযোগকে বিএনপি ভবিষ্যতে অন্যভাবে কাজে লাগাতে চায় বলেও সূত্র জানিয়েছে।


















