সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক বলেছেন, নির্বাচিত হলে এ অঞ্চলের শিক্ষা খাতে আনা হবে বৈপ্লবিক পরিবর্তন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী দক্ষিণ সুরমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি এ প্রতিশ্রæতি দেন।
এম এ মালিক বলেন, এই আসনের বহু শিক্ষাপ্রতিষ্ঠানে এখনও উন্নত সুযোগ-সুবিধা নেই। আধুনিক ল্যাব, লাইব্রেরি, প্রযুক্তি শিক্ষা ও মানসম্মত অবকাঠামো নিশ্চিত করাই হবে আমার প্রথম লক্ষ্য। তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতেই আমরা শিক্ষা ক্ষেত্রে বড় পরিবর্তন আনবো।
তিনি আরও জানান, এলাকার স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি ডিজিটাল ক্লাসরুম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও আইটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধি করবেন বলে প্রতিশ্রæতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আব্দুল আহাদ খান জামাল, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জিলা মিয়া, সাধারণ সম্পাদক আমিনুর রহমান সিফতা, সহ সভাপতি ছইদ আলী, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনির, উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আবু ছাইয়েদ হিরণ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক কমিটির সদস্য আব্দুল আমিন, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আলাউদ্দিন, উপজেলা যুবদলের আহŸায়ক কমিটির সদস্য পাবেল আহমদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি


















