টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে সুনামগঞ্জগামী পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রাজধানী ঢাকার মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর কর্মকর্তারা স্বপরিবারে ‘সেজুতি ট্রাভেলস’-এর একটি বাসে করে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, শান্তিগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে বাসের নিচে চাপা পড়ে থাকা দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।


















