আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ভোটের হাওয়া দিন দিন গরম হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা নানা আলোচনা ও গুঞ্জনের পর এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি মাওলানা মোহাম্মাদ হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীর।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরে সাবেক সংসদ সদস্য মাওলানা হোসাম উদ্দিন চৌধুরীর নির্বাচন করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে সেই গুঞ্জন আরও জোরালো রূপ নিয়েছে, এবং একাধিক সূত্রের বরাতে জানা গেছে—তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন।
ধর্মীয় ও রাজনৈতিক প্রভাবের দিক থেকে সিলেট-৫ আসনটি সবসময়ই আলোচনায় থাকে। ঐতিহ্যগতভাবে ইসলামি চিন্তাধারা ও আল ইসলাহ আন্দোলনের শক্তিশালী সমর্থন এই আসনে বিদ্যমান। ফলে মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীর মতো প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্বের স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
স্থানীয় ভোটারদের ধারণা, তাঁর প্রার্থিতা শুধু আল ইসলাহর অনুসারীদের ভোটকেই নয়, বরং নিরপেক্ষ ও ধর্মপ্রাণ সাধারণ ভোটারদের একটি বড় অংশকেও আকৃষ্ট করতে পারে। এতে আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীদের বাইরে তৃতীয় একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী পক্ষ গড়ে উঠবে বলেই অনেকের মত।


















