সিলেট মহানগরে ট্রাফিক আইন মেনে চলার প্রতি জনসাধারণকে উৎসাহিত করতে অনন্য উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। আজ ১৫ নভেম্বর ২০২৫, শনিবার সন্ধ্যা ০৬:০০টায় কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক সচেতনতা কার্যক্রমে উপস্থিত হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম নিজ হাতে হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কর্মসূচির অংশ হিসেবে কমিশনার শুধু ফুলই দেননি, বরং পথচারী এবং বিভিন্ন যানচালকদের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। তিনি উপস্থিত জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন এবং সড়ক দুর্ঘটনা রোধে নিরাপত্তা সামগ্রী ব্যবহার, হেলমেট পরিধান, গতি নিয়ন্ত্রণসহ নানান নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।
কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এই সময় বলেন,
“সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের পাশাপাশি জনসাধারণকেও দায়িত্বশীল হতে হবে। নিয়ম মেনে চললে দুর্ঘটনা কমবে এবং সবাই নিরাপদে ঘরে ফিরতে পারবে।”
এ উদ্যোগের ফলে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া দেখা যায়। অনেক চালকই জানান, পুলিশের এমন মানবিক ও উৎসাহব্যঞ্জক পদক্ষেপ ট্রাফিক আইন মেনে চলায় তাদের আরও অনুপ্রাণিত করবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ ভবিষ্যতেও শহরের বিভিন্ন স্থানে এ ধরনের সচেতনতা কর্মসূচি জোরদার করার ঘোষণা দিয়েছে।


















