আজ ১৫ ডিসেম্বর সিলেট মুক্তদিবস। ১৯৭১ সালের এই দিনে সিলেট রেলওয়ে স্টেশনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে সিলেটকে মুক্ত করা হয়। মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক বীর উত্তম জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানের মাধ্যমে শত্রুবাহিনী পরাজয় স্বীকার করে।
ঐতিহাসিকভাবে জানা যায়, সিলেট অভিযানে জেড ফোর্সের সফল অগ্রযাত্রার মুখে ১২৫ জন পাকিস্তানি অফিসার ও প্রায় ৭০০ জন সৈন্য মেজর জিয়ার নিকট আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে সিলেটে শত্রুশাসনের অবসান ঘটে এবং বিজয়ের দ্বার উন্মুক্ত হয়।
১৫ ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনের স্মৃতিচিহ্ন হিসেবে বহুল প্রচারিত একটি ছবিতে দেখা যায়, বঙ্গবীর এম এ জি ওসমানী, মেজর জেনারেল কে. ভি. কৃষ্ণ রাও এবং বীর বিক্রম মেজর হাফিজকে। মুক্তিযুদ্ধের এই অধ্যায় সিলেটবাসীর জন্য গৌরব ও অহংকারের প্রতীক।
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে সিলেটের কৌশলগত গুরুত্ব ছিল অত্যন্ত বেশি। সীমান্তঘেঁষা এই অঞ্চলে জেড ফোর্সের সুনির্দিষ্ট পরিকল্পনা, সাহসী নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগের ফলেই দ্রুত বিজয় নিশ্চিত হয়। সিলেট মুক্ত হওয়ার মধ্য দিয়ে উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানি বাহিনীর প্রতিরোধ কার্যত ভেঙে পড়ে।


















