বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন একটি মহল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। তিনি বলেন, তারা মুক্তিযুদ্ধের ’৭১–এর প্রজন্মকে অপমানজনকভাবে আখ্যায়িত করছে, যা অত্যন্ত দুঃসাহসিক। ’৭১ আমাদের পরিচয় ও ইতিহাসএটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনীতে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের সামনে এমন সুযোগ তৈরি করেছে যেখানে জনগণের প্রতিনিধিত্বমূলক সংসদ গঠনের পথ খুলে যাবে। এবারের নির্বাচন আর আগের মতো হবে না; নিরপেক্ষ পরিবেশেই ভোট অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনে জয় পেতে হলে জনগণের আস্থা ও সমর্থন অর্জন করাই হবে মূল শক্তি।
নেতাকর্মীদের উদ্দেশে মহাসচিব বলেন, আসন্ন নির্বাচন সবচেয়ে চ্যালেঞ্জিং লড়াই। যারা পিছনে টেনে ধরে রাখতে চায়, তাদের মোকাবিলা করে এগিয়ে যাওয়ার শক্তিকে বিজয়ী করাই এখন লক্ষ্য।
তিনি আরও দাবি করেন, নতুন রাজনৈতিক জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখাতে চাইছে। কিন্তু দেশের বড় বড় সংস্কারমূলক উদ্যোগগুলো বিএনপির আমলেই বাস্তবায়িত হয়েছে, এবং দেশের ইতিবাচক অর্জনের বেশিরভাগই বিএনপির সময়েই এসেছে।


















