ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারম সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ১৯৭২ সালের সংবিধান ভারতের হুবহু কপি। এ সংবিধান বাংলাদেশের নয়, ভারতের। ভারতের মতো করেই এটিকে সাজানো হয়েছে। তিনি বলেন, *“আমরা ভারতীয় সংবিধান চাই না। আমরা চাই, আমাদের দেশের মানুষ নিজেরাই একটি সংবিধান রচনা করুক।”
তিনি অভিযোগ করে বলেন, “আমরা সংবিধান সংস্কারের কথা বললেই কেউ কেউ আমাদের রাষ্ট্রদ্রোহী বলে। অথচ আমরা রাষ্ট্রদ্রোহী নই, আমরা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছি।”
বুধবার (১ অক্টোবর) বিকেলে শহীদ মিনার চত্বরে (ঝাউতলা) ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম আরও বলেন, “যে সকল দল অতীতে ক্ষমতায় এসেছে তারা জনগণের কল্যাণ ভুলে নিজেদের স্বার্থে রাষ্ট্র পরিচালনা করেছে। জনগণ বারবার প্রতারিত হয়েছে। ৫ আগস্টের পর বিএনপি’র চাঁদাবাজি ও দুঃশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই এখন সময় এসেছে ন্যায়ভিত্তিক ইসলামী শাসন প্রতিষ্ঠার।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সংস্কার ব্যতীত নির্বাচন হলে জুলাই আন্দোলন বৃথা যাবে। জনগণের রক্ত ও ত্যাগকে সম্মান জানাতে হলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর সিস্টেম) নির্বাচন দিতে হবে। ন্যায্য দাবি পূরণ না হলে জাতীয় পার্টিসহ সব ফ্যাসিবাদী দোসর রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন অব্যাহত থাকবে।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মনোনীত প্রার্থী আলহাজ্ব মুফতি মো. হাবিবুর রহমান। সঞ্চালনা করেন আয়োজক কমিটির সমন্বয়ক আলহাজ্ব আব্দুল গণি হাওলাদার ও যুগ্ম সমন্বয়কারী মাস্টার মুহাম্মদ সিদ্দিকুর রহমান।
প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, পটুয়াখালী-৩ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক, জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি এইচ এম আব্দুল হাকিমসহ অন্যান্যরা।
এছাড়াও বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষা ফোরাম, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি ও স্বেচ্ছাচারী রাজনীতির কারণে মানুষ হতাশ। ইসলামী আন্দোলন বাংলাদেশই ন্যায়, নীতি ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় সক্ষম একমাত্র বিকল্প শক্তি।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী-১, ৩ ও ৪ আসনের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন শায়েখে চরমোনাই এবং হাতপাখায় ভোট প্রার্থনা করেন।