সুরকে শুধু শোনার নয়, অনুভব করার এক ভিন্ন অভিজ্ঞতায় শ্রোতাদের নিয়ে যেতে প্রস্তুত সাইকেডেলিক ব্যান্ড ‘অমম’। মনস্তাত্ত্বিক সুরযাত্রার এই নতুন আয়োজন এমন এক ধ্বনিময় জগৎ তৈরি করে, যা ধীরে ধীরে শ্রোতার মস্তিষ্কে ছড়িয়ে পড়ে প্রতিটি কোষে।
দেশের হাতে গোনা কয়েকটি সাইকেডেলিক ব্যান্ডের মধ্যে ‘অমম’ ইতোমধ্যেই আলাদা পরিচিতি গড়ে তুলেছে। দীর্ঘ সাত বছরের পথচলা, নানা সংগ্রাম ও অভিজ্ঞতার পর অবশেষে আগামী ৩১ ডিসেম্বর ব্যান্ডটি প্রকাশ করতে যাচ্ছে তাদের প্রথম অ্যালবাম ‘হার্ডডিস্ক’।
ছয়টি গানে সাজানো এই এক্সপেরিমেন্টাল অ্যালবামটি মূলত ছয়টি আলাদা গল্পের সংকলন। প্রতিটি গান এমনভাবে নির্মিত, যেখানে শ্রোতা নিজের অনুভূতি, প্রশ্ন আর দ্বন্দ্বকে খুঁজে পাবেন সুর ও কথার ভেতর। সহজেই নিজেকে মিলিয়ে নেওয়া যাবে প্রতিটি ট্র্যাকের সঙ্গে।
অ্যালবাম প্রসঙ্গে ব্যান্ডের ম্যানেজার প্রান্তর চৌধুরী জানান, ‘হার্ডডিস্ক’ শব্দটি এখানে মানুষের মস্তিষ্কের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে যেখানে জীবনের সব স্মৃতি, ভাবনা ও কল্পনা জমা থাকে। তিনি বলেন,
“এই অ্যালবামে ছয়টি গান মানে ছয়টি আলাদা ফ্লেভার। ‘অমম’ বলতে চায় নেশার জন্য মাদক নয়, গানই হতে পারে সবচেয়ে শক্তিশালী নেশা। বিশেষ করে যারা অল্প বয়সে ভুল পথে ঝুঁকে পড়ছে, তাদের জন্য এই গানগুলো বিকল্প শক্তি হয়ে উঠতে পারে।”
অ্যালবামের প্রতিটি গান গড়ে উঠেছে ভিন্ন ভিন্ন গল্প ও মানসিক স্তরকে কেন্দ্র করে। মানুষের চিন্তা, কল্পনা, প্রেম, টানাপোড়েন ও আত্মসংঘাত সবকিছুরই প্রতিফলন রয়েছে এতে।
ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে অ্যালবামের ছয়টি গানের নাম। সেগুলো হলো অপ্সরী, আমার এ গান, হার্ডডিস্ক, বুনোহাঁস, এটাও প্রেম ও কমলা সুন্দরী।
সবগুলো গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল ফায়িদ রহমান। লিড গিটারে রয়েছেন প্রসনজিৎ ঘোষ, বেজ গিটারে সুমন মিয়া এবং ড্রামসে শিশির রঞ্জন দত্ত।
ব্যান্ড সদস্যদের ভাষায়, ‘হার্ডডিস্ক’ কেবল একটি অ্যালবাম নয় এটি একটি মনস্তাত্ত্বিক সুরযাত্রা, যা শ্রোতাকে নিয়ে যাবে পরিচিত বাস্তবতার বাইরে, অন্য কোনো এক অজানা মহাবিশ্বে।


















