বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে ১নং ওয়ার্ড বিএনপি ও এলাকার মুরব্বিয়ানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের মরহুম হাজী তেরা মিয়া ( সাবেক মেম্বার) সাহেবের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বীরমুক্তিযুদ্ধা হাজী মরতুজ আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন , বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম,অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন ,বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর বিএনপির সহ -সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান,পৌর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আলা উদ্দিন,উপজেলা যুবদলের সদস্য সাইদুর রহমান রাজু,উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য হেলাল উদ্দিন।
আরও বক্তব্য রাখেন ,ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রাজুক মিয়া রাজ্জাক, সাধারণ সম্পাদক, কবির মিয়া, সাংগঠনিক সম্পাদক, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক ( সাবেক মেম্বার), মফিজ আলী, ফুল মিয়া,সোয়াব আলী আব্দুল জব্বার,মতিউর রহমান মতি, আব্দুল হাসিম, মাসুক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলাম,লিটন মিয়া, মতিন মিয়া, হাফিজ টিটু মিয়া,আরশ আলী,চমক আলী,আব্দুল মজিদ, জসিম উদ্দিন, রুবেল মিয়া, ইমরান আহমদ, আব্দুল কাইয়ুম, ফরিদ মিয়া,সিহাব উদ্দিন, ফজলু মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও মতবিনিময় সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এম. ইলিয়াস আলী এমপি নির্বাচিত হওয়ার পরে ৫ বছরে এ জনপদে অভূতপূর্ব উন্নয়ন উপহার দিয়েছেন। যার জন্য এখনো মানুষের হৃদয়ে তার নাম রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে ধানের শীষে বিপুল পরিমাণ ভোট দিয়ে তাহসিনা রুশদীর লুনাকে নির্বাচিত করে এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
বক্তারা আরও বলেন , বর্তমানে এক শ্রেণীর বাটপাররা ওই অঞ্চলে বিএনপির ঐক্য বিনষ্ট করার জন্য শকুনের চোখ ফেলেছে। তাই ষড়যন্ত্রকারীদের ফাঁদে কেউ যাতে পা না দেন এব্যাপারে আমাদের সবাইকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে।


















