পটুয়াখালীতে প্রথমবারের মতো একজন কৃষি কর্মকর্তার বদলির প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ কৃষকরা। সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমানের হঠাৎ বদলির আদেশকে ‘অযৌক্তিক’ ও ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে বুধবার (৭ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন কৃষকেরা।
মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক কৃষক অংশ নেন। বক্তারা বলেন,‘মোস্তাফিজুর রহমান একজন সৎ, দক্ষ ও কৃষকবান্ধব কর্মকর্তা। তিনি দায়িত্ব নেওয়ার পর কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে।’ তারা অভিযোগ করেন, ‘কিছু প্রভাবশালী স্বার্থান্বেষী মহল দুর্নীতির সুযোগ না পেয়ে তার বদলির পাঁয়তারা করছে।’
কমলাপুর ইউনিয়নের নিরাপদ খাদ্য গ্রুপের সভাপতি মশিউর রহমান ইসার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মরিচবুনিয়া তেলজাতীয় ফসল গ্রুপের সভাপতি মো. নুরে আলম সিদ্দিকী, জৈনকাঠি ইউনিয়নের পুষ্টি ফসল উৎপাদন গ্রুপের সভাপতি নুরুজ্জামান, ক্লাইমেট ফার্ম হাউজের সেক্রেটারি নজরুল মোল্লা এবং লোহালিয়া ইউনিয়ন খাদ্য পুষ্টি কৃষক ও কৃষাণী গ্রুপের সাধারণ সম্পাদক মোসাঃ মেরি আক্তার।
এসময় বক্তারা বলেন,‘মোস্তাফিজুর রহমান শুধু একজন অফিসার নন, তিনি মাঠ পর্যায়ের কৃষকের কাছে ভরসার প্রতীক। তার উপস্থিতিতেই কৃষি খাতের দুর্নীতি ও অনিয়ম কমেছে। অনেক প্রভাবশালী ব্যবসায়ী এতে অসন্তুষ্ট হয়ে তার বদলির জন্য কৌশল নিয়েছে।’


















