বিশ্বনাথ প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ‘বি.এফ.সি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র অনুশীলন মাঠের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ‘বি.এফ.সি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত চান্দশীর কাঁপন (মর্নিং স্টার একাডেমী সংলগ্ন) মাঠের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ্যাডমিনিস্ট্রেটর টেকনিক্যাল ডিপার্টমেন্ট মাহবুব আলম পলো।
উদ্বোধকের বক্তব্য রাখেন দক্ষিণ এশিয়ার সাফ টুর্ণামেন্টের সর্বাধিক অংশগ্রহণকারী খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলকিপার ও জাতীয় দলের গোলকিপার কোচ বিপ্লব ভট্টাচার্য্য।
‘বি.এফ.সি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র সভাপতি মোঃ ওয়াসীম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আরকুম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘বি.এফ.সি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমীর প্রধান কোচ হাবিবুর রহমান রিপন, সিলেট ডিস্ট্রিক ফুটবল এসোসিয়েশনের সদস্য আজিজুর রহমান মিটন, সুনামগঞ্জ জেলা দলের হেডকোচ রুহুল আমিন রাহুল, সিলেট বিভাগীয় অনুর্ধ্ব-১৭ দলের কোচ সালা উদ্দিন আহমদ রাজু, ‘বি.এফ.সি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র বাংলাদেশ কমিটির সহ সভাপতি মুহিব উদ্দিন সুজেদ, ‘বি.এফ.সি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র বাংলাদেশ শাখার উপদেষ্ঠা আলমগীর হোসেন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি তারেক আহমদ খজির।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘বি.এফ.সি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র বাংলাদেশ কমিটির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ।
অনুষ্ঠান শেষে কেক কেটে ও শান্তির পায়রা উড়িয়ে ‘বি.এফ.সি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র মাঠ উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিরা


















