সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে তাড়ুহাঁটিতে পাখির মাংস বিক্রির অভিযোগে দুইটি হোটেল সিলগালা ও একটি খাবারের হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা-এর নেতৃত্বে হরিপুর বাজার সংলগ্ন তাড়ুহাঁটিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ২৭ বীর ইউনিটের সেনা সদস্য, জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম এবং বন বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় শাহপরান হোটেল ও তানভীর হোটেল বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে পাখির মাংস বিক্রির প্রমাণ পাওয়া গেলে হোটেল দুটি সিলগালা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের অভিযোগে সোনারবাংলা হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় সিলগালাকৃত হোটেলগুলোর মালিকদের কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানা গেছে।
পাখির মাংস খাওয়া কেন অপরাধ
বাংলাদেশে সব ধরনের বন্যপাখি ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’ অনুযায়ী সুরক্ষিত। এই আইনের ৩৪ ধারায় উল্লেখ রয়েছে—
কোনো ব্যক্তি যদি সরকারি অনুমতি ছাড়া বন্যপ্রাণী শিকার, হত্যা, বিক্রি, ক্রয়, পরিবহন বা ভক্ষণ করেন, তবে তার সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ড হতে পারে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, বন্যপাখি শুধু জীববৈচিত্র্যেরই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদের নির্বিচারে নিধন বা খাদ্য হিসেবে ব্যবহার করলে স্থানীয় প্রতিবেশব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে পাখি বিক্রি ও ভক্ষণ গুরুতর অপরাধ। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”


















