সিলেট জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে নগরের আখালিয়া কালিবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সিপিবির সাবেক সভাপতি ও প্রবীণ বাম নেতা বেদানন্দ ভট্টাচার্য।
এ বিষয়ে জানতে চাইলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মবশ্বির আলী বলেন, “এ বিষয়ে গণমাধ্যমের দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে হবে।” তবে মধ্যরাতে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আনোয়ার হোসেন সুমন সম্প্রতি ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে যুক্ত ছিলেন। রিকশা চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার শ্রমিকরা নগরে বিক্ষোভ করেন। ওই আন্দোলনের পর সুমনসহ শ্রমিক নেতারা সিলেট মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করে রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। দাবি আদায় না হলে রোববার থেকে অনশন কর্মসূচির ঘোষণা দেন তারা।
এর মধ্যেই শুক্রবার রাতে আনোয়ার হোসেন সুমনকে আটক করা হয়।
এদিকে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে “তৃতীয় পক্ষ” ইন্ধন দিচ্ছে। সংঘাতের আশঙ্কায় রোববারের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে সিলেট মহানগরে ব্যাটারি চালিত রিকশা বন্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। এতে বিপুল সংখ্যক রিকশা জব্দ করা হয়েছে এবং একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


















