ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত বিএনপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন সিলেটের চার আলোচিত নেতা। তারা হলেন—সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপি সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এবং দলটির যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির।
সিলেট-১ আসনে আরিফুল হক চৌধুরী সম্প্রতি শাহজালাল (রহ.) মাজার জেয়ারতের মাধ্যমে প্রার্থিতা ঘোষণা ও প্রচারণা শুরু করলেও দল ওই আসনে মনোনয়ন দিয়েছে প্রয়াত খন্দকার আবদুল মালিকের পুত্র খন্দকার মুক্তাদির আহমদকে।
সিলেট-৬ আসনে গত নির্বাচনের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে।
সিলেট-৩ আসনে জেলা বিএনপি সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু দল প্রার্থী করেছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি আবদুল মালিককে।
অন্যদিকে, সিলেট-২ আসনে আলোচিত নেতা ও তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের নাম তালিকায় না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এখানে প্রার্থী হয়েছেন নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
স্থানীয় রাজনৈতিক মহলে বিএনপির এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


















