জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টার দিকে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয় এ আহ্বায়ক কমিটি।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জুনেদ আহমদ।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন নাজিমউদ্দিন শাহান,
আর যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. হিফজুর রহমান খান, মাও. ইমাম উদ্দিন, অ্যাডভোকেট গোলাম আকবর, সাইফুল ইসলাম নজরুল, ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস শহীদ, ডা. মো. আবদুল আহাদ ও ডা. সুলেমান খান।
সদস্যসচিব হিসেবে আছেন প্রকৌশলী কামরুল আরিফ,
সিনিয়র যুগ্ম সদস্যসচিব প্রকৌশলী মোস্তাফিজুর রহমান,
এবং যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন ফয়সাল আহমদ, আলী হোসেন, মো. সাদি জামালী, কমল রশিদ, সালমান আহমদ খোরশেদ ও অ্যাডভোকেট নওশিন হক মান্না।
দলীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সামছুল ইসলাম, সামছুজ্জামান হেলাল, মো. সালাউদ্দিন সাজু, বুরহান উদ্দিন ইউসুফ, মো. আকতার হোসেন ও নূরুল ইসলাম।
এছাড়া জুলাই গণ অভ্যূত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে আছেন আব্দুর রহিম।
সদস্য পদে রয়েছেন মিনহাজুর রহমান মিঠু, প্রকৌশলী মো. রাশেদ-উল আলম, ডা. গোলাম আহসান, শরিফ আহমদ, জামাল উদ্দিন, সুহেল আহমদ মুছা, উবায়েদ আহমদ, শামীম আহমদ ও মোহাম্মদ মাহবুবুর রহমানসহ আরও অনেকে।
নতুন এই কমিটি ১০১ সদস্যবিশিষ্ট এবং এটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দিয়েছে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।


















