সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক তরুণীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—হবিগঞ্জ সদর এলাকা থেকে এক তরুণী বিরতিহীন এক্সপ্রেস বাসযোগে সিলেটের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে আসছেন। পরে লালাবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসটি থামানো হয়।
বাহিনীর উপস্থিতি টের পেয়ে ওই তরুণী পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর সঙ্গে থাকা কফি রঙের একটি ট্রলি ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক তরুণীর নাম রিয়া আক্তার (২০)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার নানু মিয়ার মেয়ে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়া আক্তার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছেন।
আটক তরুণী ও উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
একজন কর্মকর্তার ভাষায়, ‘মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’


















