জানা গেছে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁ ইউনিয়নের ডুবাগাঁও গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শাহজাহান দীর্ঘ আট বছর প্রবাস জীবন কাটিয়ে গত ৯ নভেম্বর কুয়েত থেকে দেশে ফেরেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি একটি প্রাইভেটকার রিজার্ভ করেন। গাড়িতে ওঠার কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়েন তিনি। অভিযোগ, ছিনতাইচক্র তাকে ‘শয়তানের নিঃশ্বাস’ জাতীয় মাদক জাতীয় দ্রব্য শুকিয়ে অচেতন করে তার সঙ্গে থাকা মোবাইল ফোন, প্রবাস থেকে আনা মালামাল ও পাসপোর্ট লুট করে নেয়। পরবর্তীতে তাকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের পাশে অচেতন অবস্থায় ফেলে যায় চক্রটি।
পরে স্থানীয়রা শাহজাহানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এসময় মতিঝিল থানা পুলিশ শ্রীমঙ্গল থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তার পরিবারের খোঁজ পায়।
প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান। বর্তমানে তিনি শ্রীমঙ্গলের নিজ বাড়িতেই আছেন।


















