গতকাল রাতে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক জনাব আখতার হুসেন এর আয়োজনে তার নিজ এলাকা সিলেট সদর ৭ নং ইউনিয়ন ৬ নং ওয়ার্ড নিয়ে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার বাদ এশা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সিলেট-৩ আসনের আগামী দিনের কান্ডারী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
এসময় তিনি বলেন
“হাউশা গ্রাম থেকে উঠে আসা এই তরুণরা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে। তাদের ত্যাগ ও সাহসিকতার বিনিময়েই নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে। আগামী দিনের বাংলাদেশ গড়তে আমি আশা করি যেভাবে এলাকাবাসী ২৪ জুলাই আখতারদের পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক একইভাবে আগামী নির্বাচনে শাপলা কলির পক্ষে আপনাদের ঐক্যবদ্ধ সমর্থন অব্যাহত রাখবেন।”
শাপলা কলি পরিবর্তনের প্রতীক।
ঐক্যবদ্ধ হউন, নতুন বাংলাদেশ গড়ুন।
উক্ত সভায় জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















