সিলেট মহানগর বিএনপির সভাপতি পদ নিয়ে দলে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে। কে বর্তমানে সভাপতির দায়িত্বে নাসিম হোসেইন নাকি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি।
বিব্রতকর পরিস্থিতির সূত্রপাত বিএনপির কেন্দ্র থেকে এক দিনের ব্যবধানে দুটি ভিন্নধর্মী বিজ্ঞপ্তি পাঠানোর কারণে।
গত বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়সাবেক সভাপতি নাসিম হোসেইনের সব ধরনের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
তবে পরে বৃহস্পতিবার আরেকটি সংশোধনী বিজ্ঞপ্তিতে জানানো হয় ভুলবশত এমন তথ্য দেওয়া হয়েছিল। কারণ নাসিমের কোনো পদই স্থগিত ছিল না।
নেতাকর্মীদের প্রশ্ন এখন সভাপতির দায়িত্ব পালন করবেন কে?
পটভূমি
২০২৩ সালের ১০ মার্চ নির্বাচনের মাধ্যমে নাসিম হোসেইন সভাপতি নির্বাচিত হন।
২০২৪ সালের জুলাইয়ে তিনি বিদেশে গেলে কেন্দ্রীয় বিএনপি আগস্টে মিফতাহ্ সিদ্দিকীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়।
পরবর্তীতে ৪ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটিতে নাসিমকে না রেখে রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়। তারপর থেকে তিনিই দায়িত্ব পালন করছেন।
দুই পক্ষের মন্তব্য
নাসিম হোসেইনের দাবি
তার পদ কখনোই স্থগিত ছিল না এবং কেন্দ্রীয় ভুলের কারণে বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ প্রত্যাহারের কথা উল্লেখ হয়েছিল। তিনি নিজেকে বৈধ সভাপতি বলছেন।
অন্যদিকে ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান
কেন্দ্র থেকে তাঁকে কোনো নতুন সিদ্ধান্ত জানানো হয়নি, তাই তিনি আগের মতোই সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।
কয়েকজন বিএনপি নেতার বক্তব্য নাসিম হোসেইন ভুল তথ্য দিয়ে কেন্দ্রীয় নেতাদের বিভ্রান্ত করেছেন এবং সর্বশেষ কমিটিতে তাঁর নামই রাখা হয়নি।


















