সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পাওয়া মো. আব্দুল আহাদকে মাত্র দুই দিনের মাথায় ফের বদলি করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পরপরই তাকে চট্টগ্রাম রেঞ্জে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (প্রশাসন) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার বদলির আদেশ জারি করা হয়।
জানা গেছে, গত মঙ্গলবার (২ ডিসেম্বর) সারাদেশের থানার ওসিদের লটারির মাধ্যমে নতুন পদায়ন করা হয়। সেই তালিকায় গোয়াইনঘাট থানার নতুন ওসি হিসেবে নাম আসে আব্দুল আহাদের।
তিনি এর আগেও একই থানায় দায়িত্ব পালন করেছিলেন। তবে তার আগের দায়িত্বকালীন কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দেয়। ফলে তাকে আবার গোয়াইনঘাটে পাঠানো নিয়ে প্রশ্ন ওঠে।
সমালোচনার ওই পরিস্থিতির মধ্যেই হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে পুলিশ সদর দপ্তর তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগদান না করলে আগামী ৭ ডিসেম্বর থেকে তাকে তাৎক্ষণিক অব্যাহতি হিসেবে গণ্য করা হবে।


















