ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী প্যানেলের প্রতি সমর্থন জানিয়ে পটুয়াখালীর সমাজকর্মী নোমান মিঠু এক হাজার সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে প্রথম ধাপে শতাধিক শিশুর হাতে খাবার তুলে দেওয়া হয়।
এই আয়োজন সম্পন্ন হয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পটুয়াখালীবাসী’র সহযোগিতায়।
নোমান মিঠু বলেন, নির্বাচনী ফলাফলের পর প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি নিজ হাতে রান্না করে সন্তানদের সহায়তায় খাবারের প্যাকেট তৈরি করেছেন। প্রথম ধাপে ১০০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়েছে, পর্যায়ক্রমে এক হাজার মানুষের জন্য এ কার্যক্রম সম্পন্ন হবে।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘পটুয়াখালীবাসী’র সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগিতা করতে পেরে তারা আনন্দিত।