আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সিলেট–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পক্ষে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান হেলাল, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহবুবুর রহমান তাসলীম, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচিত পরিচালক ও জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক জনাব আবূ সাঈদ, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার সদস্য আনোয়ার হুসেন, হাফিজ আজির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সিলেট–৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


















