ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন তার ভাই শরিফ ওমর বিন হাদি। তিনি বলেন, রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটেছে, ফলে এর দায় সরকারকেই নিতে হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঢাকার শাহবাগে আয়োজিত ‘শহিদি শপথ’ কর্মসূচিতে তিনি বলেন, “জীবিত ওসমান হাদির চেয়ে শহিদ ওসমান হাদি আজ অনেক বেশি শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ তার বিচারের অপেক্ষায় রয়েছে।”
হাদি হত্যার ঘটনায় নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে অভিযোগ করে ওমর হাদি বলেন, সরকার যদি মনে করে ক্ষমতা ছাড়ার পর দায় এড়াতে পারবে, তবে তারা ভুল করছে। “আজ হোক বা দশ বছর পরে—এই হত্যার বিচার হবেই,” বলেন তিনি।
হত্যার ঘটনার ছয় দিন পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি সরকারের কাছে খুনি চক্রকে দ্রুত জাতির সামনে উপস্থাপনের দাবি জানান। একইসঙ্গে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ‘শহিদি শপথ’ পাঠ করান। এতে ডাকসুর মুক্তিযুদ্ধ ও আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















