বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসে দাপ্তরিক কাজ শুরু করেছেন। রোববার দুপুরে কার্যালয়ে পৌঁছালে দলটির জ্যেষ্ঠ নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কার্যালয়ে অবস্থানকালে তারেক রহমান দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল জানান, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে গুলশান কার্যালয় থেকে দলের দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন। প্রথম দিনে তিনি দলের সাংগঠনিক ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
দলীয় নেতারা জানান, তারেক রহমানের আগমনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সামনে তিনি শহীদদের কবর জিয়ারত ও মিডিয়ার সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে পারেন।
প্রসঙ্গত, ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান।


















