বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে দেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি সৃষ্টি হয়েছে।
শোকবার্তায় তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পুত্র তারেক রহমানসহ পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবার ও বিএনপির নেতাকর্মীদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন এমন প্রার্থনাও করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।


















